অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: রাস্তার দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক ও কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। যদিও বিধায়ক ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসের পরেই উঠে যায় অবরোধ, স্বাভাবিকভাবে পরিস্থিতি। জানা গিয়েছে, কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহাপুকুর থেকে সুলনাপাড়া পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বেহাল রাস্তার বিষয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি বলেই দাবি স্থানীয়দের। প্রায় ছয় মাস আগে এই রাস্তাটির দাবিতে পথ অবরোধ করা হয়েছিল। সেই সময় ব্লক প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল রাস্তাটি দ্রুত তৈরি করে দেবার বিষয়ে। কিন্তু আজও সেই এক কিলোমিটার কংক্রিটের রাস্তা তৈরি না হওয়ার কারণে বৃহস্পতিবার থেকে পথ অবরোধ সামিল হন এলাকাবাসীরা। পাশাপাশি রাস্তা তৈরি না হলে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দেন স্থানীয়রা। পথ অবরোধকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কুমারগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তবে ফান্ড না থাকায় এই রাস্তা তৈরীর কাজ শুরু করা যাচ্ছে না বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে পথ অবরোধের বিষয় নিয়ে এদিন এলাকাবাসীদের সাথে আলোচনায় বসেন বিধায়ক ও কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ছেওয়াং তামাং। সেখানেই স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন বিধায়ক। এ বিষয়ে কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল জানান, এই রাস্তার কাজটা দ্রুত করবার জন্য আমি যথাযথ জায়গায় জানিয়েছি। মন্ত্রীকেও এ বিষয়ে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct