নিজস্ব প্রতিবেদক, খড়্গপুর, আপনজন: পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীনের খেমাশুলীতে অবরোধ আন্দোলন অব্যাহত কুড়মী সম্প্রদায়ের । সারাদিন রেল ও জাতীয় সড়ক দুই অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা । ১ এপ্রিল থেকে শুরু হওয়া আন্দোলনের পর থেকে গত দুদিন ধরে এই অবরোধ চলছে খেমাশুলীতে । বুধবার জেলাশাসক খুরশেদ আলি কাদরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনাতে বসলেও সমাধান হয় নি । তাদের দাবি মৌখিক প্রতিশ্রুতী নয়, সক্রিয় পদক্ষেপ দেখে তবেই উঠবে অবরোধ। দীর্ঘ অবরোধে জাতীয় সড়ক ও ট্রেন পরিষেবা অবরুদ্ধ করেই কুড়মীরা আন্দোলনে। তবে কুড়মীরা অবশ্য রাত থেকেই অবরোধ স্থানে রীতিমতো আনন্দ উৎসবে ছিলেন। রাতভর চলেছে নাচগান বক্স বাজিয়ে। কোনোভাবে একটি পুলিশ গাড়ি সেই অবরোধ স্থানে ঢুকে গেলে তাতে ভাঙচুর করে বুধবার রাতে তারা। কুড়মী আন্দোলনে জেরে ৮০ টির বেশি ট্রেন বাতিল হয়েছে বিভিন্ন রুটে। ২২ টি ট্রেনকে ঘুরপথে চালাতে হচ্ছে । ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। পরিস্থিতি সমাধান করতে বুধবার বিকেলে কলাইকুন্ডা বিট হাউসে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন জেলা শাসক ও পুলিশ সুপার। সেখানে বৈঠকে সমাধানের প্রতিশ্রুতি দিলেও মৌখিক প্রতিশ্রুতি মানতে নারাজ আন্দোলনকারীরা । তারা জানান- সক্রিয় পদক্ষেপ না হলে উঠছে না আন্দোলন। তবে পুলিশ সুপার বা জেলা শাসক জানান- আলোচনা চলছে , সমাধানের চেষ্টা অব্যাহত থাকছে। তবে আন্দোলনের জেরে অবরুদ্ধ রয়েছে সবটাই । কিন্তু আন্দোলনকারীরা রাতেও মজেছিলেন উৎসবে। জাতীয় সড়কের ওপরে খেমাশুলীতে বক্স বাজিয়ে চলেছে রাতভর গান নাচ। সেখানে পুলিশের গাড়ি কোনোভাবে ঢুকে পড়লে তাতে ভাঙচুর করে কুড়মীরা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct