আপনজন ডেস্ক: এই মুহূর্তে পাকিস্তানে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। অর্থসংকট যেন পিছু ছাড়ছে না। পণ্যের পর এবার সোনার ক্ষেত্রেও একই চিত্র সামনে এসেছে। পাকিস্তানে এক ভরি (১১. ৬৬ গ্রাম) সোনার দাম এখন দুই লাখ ১৪ হাজার ৫০০ পাকিস্তানি টাকা। যে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। মূলত ডলারের বিপরীতে পাকিস্তানি টাকার ব্যাপক পতনের পর সেখানে সোনার দাম বেড়েছে। অল-পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (এপিএসজিজেএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেটের প্রতি ভরি সোনায় পাঁচ হাজার টাকা বেড়ে দুই লাখ ১৪ হাজার ৫০০ টাকায় দাঁড়িয়েছে। অন্যান্য ক্যারেটের ক্ষেত্রেও একই বৃদ্ধি দেখা গেছে। আসলে ডলারের বিপরীতে পাকিস্তানি টাকার দর রেকর্ড পতন হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফান্ড পেতে দেশটি যখন হিমশিম খাচ্ছে তখন মুদ্রাটির এমন পতন হয়। এর পরেই মূলত সোনার দাম বাড়ে। আন্তঃব্যাংক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাটির মান দাঁড়ায় ২৮৭ দশমিক ২৯ টাকায়। আগের দিন এক ডলার সমান ছিল ২৮৫ দশকি শূন্য চার টাকা।পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২ মার্চ টাকার মান রেকর্ড পতন হয়। ওই দিন ডলারের বিপরীতে টাকার মান ছিল ২৮৫ দশমিক শূন্য দশমিক নয়। এখন সেখানে পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানের মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct