ঈদে দীর্ঘ ছুটির ফাঁদে পড়তে চলেছে বাংলাদেশ। ঈদের ছুটির সঙ্গে বাড়তি একদিনের ছুটি নিলেই টানা ৯ দিন ছুটি পেয়ে যাবেন সরকারি চাকরিজীবীরা। বাংলাদেশের নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এ ছাড়া এ দুই ঈদের আগে ও পরের দিন ছুটি থাকে। এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস রয়েছে। এ কর্মদিবসটিতে ছুটি নিলে টানা ৯ দিনের ছুটি হবে ঈদে। এ বিষয়ে ইতিমধ্যে নিজেদের অভিমত জানিয়েছেন সচিবালয়ে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মকর্তা। তারা জানান, টানা ছুটি পেতে ৩ জুন ছুটি নেবেন অনেকে। তাই ৩ জনুকে সরকারের পক্ষ থেকে যদি ছুটি ঘোষণা দেন তাহলে বিষয়টি বেশি ভালো হবে। অতীতে এমন হয়ে জানিয়ে কর্মকর্তারা বলেন, প্রয়োজনে ৩ জুন ছুটি দিয়ে এর পরিবর্তে সাপ্তাহিক ছুটির একটি দিনে অফিস করানো যেতে পারে। তাহলে টানা ছুটি পাবে কর্মচারীরা। ঈদে বাড়ি যেতেও সুবিধা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct