আপনজন ডেস্ক: চলতি বছরে একের পর এক সিনেমা বড় সিনেমা আসতে চলেছে পেক্ষাগৃহে। বলিউডে শাহরুখ খানে পাঠান ছবির সাফল্যের পর সিনেমা জগতে যেন খুশির আবহ। এবার পর্দায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ'। দক্ষিণ ভারতীয় এই সিনেমায় রামের ভূমিকায় আছেন প্রভাস। আর প্রতিপক্ষ রাবণের পোশাক গায়ে তুলেছেন সইফ আলী খান। এর পর অনেকেই ভেবেছিলেন ছোটে নবাব সইফ আলী খান বেশিরভাগ সময় এবার কাটাবেন দক্ষিণী তারকাদের সঙ্গে। কারণ, এনটিআর জুনিয়র তার নিজের ছবিতে সইফকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি নাকি সরাসরি না করে দিয়েছেন। জানা গিয়েছে, বলিউডের সামনে দক্ষিণী ছবির বাড়বাড়ন্ত নাকি সইফের পছন্দ নয়। তাই নাকি তিনি এনটিআরকে না করে দিয়েছেন। বিশেষ এক সূত্র বলছে, এনটিআর-এর টিমের সঙ্গে তার মতদ্বৈত হয়নি। সইফ আপাতত দক্ষিণী ছবি নিয়ে তেমন আগ্রহী নন। সেই কারণেই না বলেছেন। সাম্প্রতিক বলিউডে পাঠান ছবির ঝড়ে সব রেকর্ড ভেঙে ছারখার হয়ে গিয়েছে।তাই দক্ষিণী সিনেমার পথে না হেঁটে সইফ নাকি আবারও বলিউডে স্পেশাল কিছু তৈরি করতে চাইছেন। দীর্ঘ ক্যারিয়ারে নানান রূপে দেখা দেন সইফ। বছর দুই আগে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে হন খলনায়ক। ‘আদিপুরুষ' ছবিতেও ভিলেন তিনি। এরপর ‘এনটিআর ৩০'-এ খলনায়ক হিসেবে ভাবা হয়েছিল। প্রথমে শোনা যায়, ছবিটি করছেন সইফ। তবে এখন শোনা গিয়েছে, সইফ সরাসরি না করে দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct