নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: রমজানে রোজা রেখেই মাদ্রাসার বঞ্চিত চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল। তবে সেই প্রতিবাদ ছিল অভিনব। মাদ্রাসায় বঞ্চিত মুসলিম শিক্ষকরা নামাজ পড়ে প্রতিবাদ জানলেন, আর অমুসলিমরা দঁাড়িয়ে থাকলেন প্ল্যাকার্ড হাতে। এই দৃশ্য দেখা গেল হাজরা মোড়ে। ২০১৩ সালের মাদ্রাসা সার্ভিস কমিশনের ষষ্ঠ এসএলএসটি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বঞ্চিত চাকরিপ্রার্থীরা অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা মাদ্রাসা শিক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে এর নিকট নিয়োগের দাবি নিয়ে কালীঘাট অভিযান করে। কিন্তু চাকরিপ্রার্থীরা দুপুর বারোটার পর হাজারা মোড়ে উপস্থিত হলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে চাকরিপ্রার্থীরা ওখানেই অবস্থান বিক্ষোভ চালাতে থাকেন। নামাজ আদায়ের মাধ্যমে অভিনব কায়দায় সেখানেই প্রতিবাদ দেখাতে থাকেন। মূলত মাদ্রাসা সার্ভিস কমিশন ২০১৪ সালে পরীক্ষা নিয়েছিল। ৩১৮৩ টি শূন্যপদ সহ আপডেট ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে বলে গেজেট প্রকাশিত হয়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৬ সালে লিখিত পরীক্ষার রেজাল্ট জানা যায়। তারপর ২০১৭ সালে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। ২০১৮ সালে কমিশন কোনো প্রকার মেধাতালিকা প্রকাশ না করেই, মাত্র ১৫০০ টি শূন্যপদে নিয়োগ করে বাকি অঅসনে ইন্টারভিউ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ না করে, নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেয়। চাকরিপ্রার্থীদের আরো অভিযোগ যে, মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা পাশ করলেন তারা নিয়োগ পায়নি অথচ দুর্নীতির মাধ্যমে বহুশিক্ষক নিয়োগ হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের রাজ্য সম্পাদক মনিরুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ নয় বছর ধরে নিয়োগের অপেক্ষা করছি। আন্দোলন অনশন করে চলেছি। মাঝে মাঝে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রায়ই দেখা যায়, মাদ্রাসা সার্ভিস কমিশন কেবল শিক্ষক শূন্য মাদ্রাসাগুলিতে কেবল ট্রান্সফার সংক্রান্ত নোটিশ জারি করে। সম্প্রতি বিধানসভাতে মাদ্রাসায় ১৭২৯ টি পদে নিয়োগ হবে বলে খবর প্রকাশ পেলেও আজও নিয়োগ সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ পায়নি। চাকরিপ্রার্থীদের দাবি, রমজান মাসেই মাদ্রাসার বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগের নোটিশ দিতে হবে। প্রাইমারি কিংবা এসএসসিতে মহামান্য হাইকোর্ট কোনো নির্দেশিকা দিলে, পর্ষদ বা কমিশন রাতারাতি কার্যকর করে থাকে। কিন্তু মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে তা হয় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct