রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বিএ চতুর্থ সেমিস্টারে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠে মুর্শিদাবাদ জেলার সুতির অরঙ্গাবাদ ডিএন কলেজ। বৃহস্পতিবার দফায় দফায় ছাত্র বিক্ষোভের জেরে অচলাবস্থা সৃষ্টি হয় দুঃখুলাল নিবারণ কলেজে। অধ্যাপকদের ঘরবন্দি করে রাখে ছাত্ররা। কলেজের মূল গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়। অধ্যাপক অধ্যাপিকাদের সাথে চলে কথা কাটাকাটি ছাত্রদের। ছাত্রদের অভিযোগ, বিএ চতুর্থ সেমিস্টারে ভর্তির জন্য অন্যান্য আশেপাশের কলেজ থেকে অত্যাধিক বেশি পরিমাণে টাকা নিচ্ছে ডিএন কলেজ কর্তৃপক্ষ। বিক্ষোভের এক পর্যায়ে কলেজের গার্ডকে ধাক্কা মেরে দেয় ছাত্ররা। মহিলা অধ্যাপিকাদেরও তালা মেরে দেওয়া হয়, প্রিন্সিপালের ঘরে প্রবেশ করার সময় এক শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকে পড়ে ছাত্ররা অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঈশান আলির। এদিকে ফি বেশি নেওয়ার অভিযোগ অবশ্য কার্যত অস্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঈশান আলী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct