মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান সদর জেলা বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দলেরই কর্মীদের একাংশের বিক্ষোভ কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার সকালে। পরে দলের অফিসিয়াল গোষ্ঠীর নেতা, কর্মীরা পার্টি অফিসের পিছন দিকের রাস্তা দিয়ে ঢুকে গেটের তালা ভেঙ্গে গেট খুলে দেয়। এইসময় দুপক্ষের মধ্যে প্রথমে বচসা পড়ে রীতিমত হাতাহাতি তে জড়িয়ে পড়ে দু পক্ষ। জেলা যুব সভাপতি পিন্টু সাম অভিযোগ করেছেন, সদ্য বহিষ্কৃত শ্যামল রায়ের গোষ্ঠীর ছেলেরা বিজেপির জেলা কার্যালয়ের মূল গেটে তালা লাগিয়ে দেয় এদিন সকালে। এদিন আমাদের দলের পক্ষ থেকে কার্জন গেটে জলসত্র কর্মসূচি ছিল। সেখানেই আমাদের দলের নেতা কর্মীরা হাজির ছিল। আমরা খবর পেয়ে পার্টি অফিসে এসে প্রথমে গেটের তালা খুলে দেবার জন্য বলি ওদের। না শুনলে আমাদের কর্মীরাই গেটের তালা ভেঙে দেয়। যারা পার্টির কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখায় তারা দলের কেউ না। তৃণমূলের কাছে টাকা খেয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পুলিশ কে সব জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’অন্যদিকে সদ্য বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায় জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে তার কোনোভাবেই যোগ নেই। তিনি এদিন ব্যক্তিগত কাজে কলকাতায় আছেন। সিপিআইএমের কিছু নেতা বিজেপি দলের সঙ্গে যুক্ত হয়ে দলেরই ক্ষতি করছে। তারাই এদিন সদর অফিসের গেটে তালা লাগানোর ব্যাপারে জড়িত রয়েছে। যারা এদিন বিক্ষোভ দেখিয়েছে তারাও দলের সক্রিয় কর্মী। দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দলের কর্মীদেরই যদি প্রবেশাধিকার না থাকে তাহলে বিক্ষোভ তো দেখাবেই ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct