আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ভয়াবহ টর্নেডো। ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত ৫ জনের। এছাড়া ঘরবাড়ি ও যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো বাসিন্দা। এর মধ্যেই আরো কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানতে পারে বলে সতকর্তা জারি করা হয়েছে। বুধবার অঙ্গরাজ্যটির দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্য দিয়ে ঝড়টি বয়ে যায়, এত বলিঞ্জার কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct