আপনজন ডেস্ক: মৌসুমের শেষ ৪ এল ক্লাসিকোর ৩টিতে জয় বার্সেলোনার। বছরের প্রথম দুই দ্বৈরথে টানা হার দেখছিল রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে মৌসুমের পঞ্চম এল ক্লাসিকোয় ফেভারিট ভাবা হচ্ছিল বার্সেলোনাকেই। তবে ন্যু-ক্যাম্পে স্বাগতিকদের বিধ্বস্ত করে লস ব্লাঙ্কোরা। বুধবার কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে বার্সাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় কোপা দেল রে’র ফাইনালের টিকিট পায় কার্লো আনচেলত্তির দল। আর রিয়ালের সাফল্যে তিন গোল করে অনন্য কীর্তি অর্জন করেন করিম বেনজেমা। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রবার্ট লেভানদোভস্কির শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে ওঠে লিড নেয় রিয়াল। বক্সে বেনজেমার সঙ্গে বল দেয়া-নেয়া করে দারুণ শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল। ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচের পাসে গোলটি করেন করিম বেনজেমা। ৫৮তম মিনিটে সফল স্পটকিকে স্কোরলাইন ৩-০ করেন এই ফরাসি ফরোয়ার্ড। ফ্র্যাঙ্ক কেসি বক্সে ভিনি জুনিয়রকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ৪-০ গোলের জয় নিশ্চিত করেন বেনজেমা। ভিনিসিউসের পাস ধরে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানকে পরাস্ত করেন তিনি। ৬০ বছর পর ন্যু-ক্যাম্পে এল ক্লাসিকোয় কোনো রিয়াল মাদ্রিদের ফুটবলার হ্যাটট্রিকের দেখা পেলেন। সবশেষ ১৯৬৩ সালের ২৭শে জানুয়ারি লা লিগার ম্যাচে বার্সার ঘরে এই কীর্তি অর্জন করেছিলেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঞ্চ পুসকাস। এল ক্লাসিকোয় বেনজেমার আগে রিয়ালের হয়ে সবশেষ হ্যাটট্রিকটি করেছিলেন চিলির কিংবদন্তি স্ট্রাইকার ইভান জামোরানো। ১৯৯৫ সালের ৬ই জানুয়ারি লা লিগায় রিয়ালের মাঠে বার্সার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। বার্সেলোনাকে হারিয়ে ২০১৪ সালের পর প্রথমবার কোপা দেল রে’র ফাইনালে পৌঁছালো রিয়াল মাদ্রিদ। আগামী ৬ই মে প্রতিযোগিতাটির ফাইনালে লস ব্লাঙ্কোদের প্রতিদ্বন্দ্বী ওসাসুনা। রিয়াল বেতিসকে হারিয়ে ফাইনালে উঠেছে সবশেষ এবং প্রথম ২০০৫ সালে কোপা দেল রে’র ফাইনাল খেলা দলটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct