আপনজন ডেস্ক: কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার রাজ্য সরকারকে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সঙ্গে টেবিলে বসে মহার্ঘ ভাতা নিয়ে অচলাবস্থার একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। ফলপ্রসূ আলোচনা নিশ্চিত করতে মুখ্য সচিব এবং অর্থ সচিবের মতো সরকারের সিনিয়র আমলাদের বৈঠকে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। আদালত জানিয়েছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিত্ব করবেন তাদের পক্ষ থেকে তিনজন সদস্য। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এই অালোচনার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশ এমন এক দিনে এল, যখন বিক্ষোভকারীদের আরেকটি কলম-ডাউন প্রতিবাদ রাজ্যজুড়ে সরকারি পরিষেবাকে পঙ্গু করে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তুলনায় ৩৭ শতাংশ বকেয়া থাকার বিপরীতে রাজ্য সরকারের কর্মচারীদের ৬ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেডারেশন দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছে। রাজ্য যুক্তি দিয়েছিল যে দিনের ধর্মঘটে কোষাগারের ৪৩৬ কোটি টাকা ক্ষতি হবে।রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখার্জি আদালতকে ফলপ্রসূ সংলাপের আশ্বাস দিয়ে শুনানি চলাকালীন প্রতিবাদকারী শিবিরের প্রতিনিধিদের নাম চেয়েছিলেন। বারবার ধর্মঘট এবং ৬ শতাংশের বেশি ডিএ না দেওয়ার রাজ্যের কঠোর অবস্থানের বিরুদ্ধে আদালতে দায়ের করা আইনজীবী রমা প্রসাদ সরকারের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানির সময় বেঞ্চ বলেন, বারবার ধর্মঘট এবং পেন-ডাউন বিক্ষোভের কারণে রাষ্ট্রপরিচালিত সরকারি অফিসগুলিতে পরিষেবা ব্যাঘাত ঘটেছে। প্রতিদিন মানুষের হয়রানির হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টের বেঞ্চ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct