আপনজন ডেস্ক: চালের খুদ ও ধানের কুঁড়ায় ক্ষতিকর রাসায়নিক রং দিয়ে তৈরি হচ্ছে হলুদ, লঙ্কাসহ রান্নার নানান মসলা। ফেনী শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে রাব এমন দেড় হাজার কেজি ভেজাল মসলা জব্দ করেছে। আটক করা হয়েছে মো. সাঈদ হোসেন (৩৫) নামে একজনকে। তারা জানতে পারে যে, কিছু ব্যক্তি ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমী সংলগ্ন বিসমিল্লাহ মিলের ভেতর ভেজাল মসলা তৈরি করছে। এ তথ্যের ভিত্তিতে ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল রাত সোয়া ১২টার দিকে উপস্থিত হলে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাব সদস্যরা তাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে জিজ্ঞাসাবাদসহ মিল ঘরটি তল্লাশী করে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তায় ভেজাল রং ও খুদ মিশ্রিত হলুদ-মরিচের গুড়ো, সর্বমোট দেড় হাজার কেজি মসলা উদ্ধার করা হয়। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন মসলাসহ হলুদ-মরিচের গুড়ার সঙ্গে চাল ভাঙ্গা খুদ, কুড়া ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রণ করে ভেজাল মসলা তৈরি করে আসছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct