নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্ট, শিক্ষকদের বকেয়া বেতন সহ কর্মে পুনর্বহাল ও কর্মরত শিক্ষকদের ৬০ বছর পর্যন্ত স্থায়ীকরণের দাবিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত “ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের অধীনে বৃত্তিমূলক বিষয়ের শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টদের নিয়ে হাইকোর্টের নির্দেশে অবস্থান চলছিল পশ্চিমবঙ্গ ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষক পরিবার সংগঠনের। কিন্ত তাতে সরকারি তরফে কোনও সাড়া না মেলয়া ও তাদের সমস্যার সমাধান না হওয়ায় ৬০ দিন অবস্থানের পর তারা অবস্থান তুলে নিলেন।। পশ্চিম মেদিনীপুর থেকে ছাঁটাই হওয়া সুরজিৎ দে উপস্থিত ছিলেন। ছাতিনাশোল এস. পি. হাইস্কুলের শিক্ষক ছিলেন। ১০ বছর কাজ করার পর তাঁকে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক বলেন, আমরা বিভিন্নজনের অনুরোধে অবস্থান সাময়িকভাবে তুলে নিচ্ছি। সরকারকে কিছুদিন সময় দেওয়া হল আমাদের সমাধানের জন্য, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশাবাদী। এর পরেও যদি আমাদের সমাধান না হয়,তাহলে আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। তবে আমরা আর রাস্তায় নয়, বিদ্যালয়ে সসম্মানে ফিরে যেতে চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct