নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: ঘোলদিগরুই যুব মিলন ফাউন্ডেশনের উদ্যোগে হুগলীর বালিপুরে অনুষ্ঠিত হয়ে গেল মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী। প্রায় পঞ্চাশ টি গ্রামের দুই শতাধিক দুঃস্থ অসহায়,পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিপুর ন্যাশন্যাল ইনস্টিটিউট এর ডাইরেক্টর মাওঃ জামাল উদ্দিন, মাওলানা আব্দুল হাই,মোসারফ আলি, আলহাজ্ব রেজ্জাক, সংগঠনের সদস্য সেখ রেজাউল, জুলফিকার, সামিম রাকেশ,ঝন্টু সহ বিভিন্ন মসজিদের ইমামগন ও এলাকার বিশিষ্ট জনেরা। সংগঠনের সম্পাদক সেখ নাজিম হোসেন জানান, ঘোলদিগরুই যুব মিলন ফাউন্ডেশনের সদস্যরা সকলে একসাথে মিলিত হয়ে বাংলা জুড়ে দুঃস্থ, অসহায় মানুষের জন্য কাজ করে চলেছে। রক্ত দান শিবির থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান,বস্ত্রহীন এর বস্ত্রের ব্যবস্থা, অন্নহীন এর খাদ্যের ব্যবস্থা,অসুস্থ রোগীর অক্সিজেনের ব্যবস্থা, গরীব কন্যার বিবাহে আর্থিক সহযোগিতা, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে থাকা সহ বিভিন্ন রকম মানবিক,সামাজিক কর্মসূচি পালন করে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct