এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: আলিয়া বিশ্ববিদ্যালয়ে ‘মজবুত ভবিষ্যৎ গঠনে অন্তর্ভুক্তিমূলক সমাজের ভূমিকা’ বিষয়ক জাতীয় স্তরের আলোচনাচক্র অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী। শিক্ষা বিভাগ দ্বারা আয়োজিত পার্ক সার্কাস ক্যাম্পাসে ওই আলোচনা চক্রের সফল রূপায়নের সর্বতোভাবে সহযোগিতা করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)। আলোচনাচক্রের মূল বিষয়বস্তু ছিল ‘মজবুত ভবিষ্যতের উদ্দেশ্যে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন’ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন এর অধিকর্তা স্বনামধন্য অধ্যাপক ড: মর্মর মুখোপাধ্যায়, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড: মিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড: রাজশেখর বসু, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: নাসরিন, নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. রিতু মাথুর মৈত্র প্রমুখ। সমাজের পিছিয়ে পড়া শ্রেণি, প্রান্তিক মানুষজন, শারীরিক ও মানসিকভাবে দুর্বল ও বিশেষভাবে সক্ষম মানুষ ও অন্যান্য সর্বস্তরের মানুষের নিরাপত্তা, স্বাধীনতা, সম্মান, জীবনযাপনের সকল সুবিধার দিকে তাকিয়ে সুরক্ষিত ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় ওই সেমিনারে। সমাজের বহু ক্ষেত্রে কিভাবে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি দ্বারা সমস্যা সমাধান করে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা যায়, জাতীয় স্তরে নানান শিক্ষানীতিকে কিভাবে সমাজের সার্বিক উন্নয়ন বাস্তবে রূপায়ণ করা এবং সমাজে পিছিয়ে পড়া শ্রেণীকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড: রাজশেখর বসু,আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: নাসরিন সামাজিক নানা স্তরে প্রযুক্তিগত অন্তর্ভুক্তির মাধ্যমে সমস্ত কাজকর্ম সহজভাবে করার মধ্যে দিয়ে সকল স্তরের মানুষের উন্নতিবিধানে কথা বলেন। নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. রিতু মাথুর মৈত্র আজাদী কা অমৃত মহোৎসব প্রসঙ্গে ভারতের স্বাধীনতায় নেতাজীর অবদান নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে সুস্থায়ী উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা গঠনে অন্তর্ভুক্তিমূলক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ওই সেমিনারে চেয়ারপারসন ছিলেন ওই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড: জাকির হোসেন লস্কর এবং আহ্বায়ক শিক্ষা বিভাগ সহকারী অধ্যাপক ড: মিনারা ইয়াসমিন বিশেষ ভূমিকা নেন, পাশাপাশি সেমিনারে যোগদানকারী গবেষক, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct