সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাস্তায় পড়ে পাঁচটি কুকুর শুধু ঘেউ ঘেউ করে ডাকছে কিন্তু তাদের শরীরে একেবারে অসাড়তা। না নড়তে চড়তে পারছে,মুখেই যেন শুধু করুণ সুরে বাঁচানোর আর্তনাদ। স্থানীয় কয়েকজন যুবক পথ কুকুরদের অবস্থা শোচনীয় বুঝতে পারে এবং তৎক্ষণাৎ পশু চিকিৎসককে ডেকে চিকিৎসা করিয়ে তাদের সুস্থ করে তোলে। ঘটনাটি দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নায়েক পুকুরের কাছে তেরঙা মোড়ে। সৌমেন গাঙ্গুলী নামে একজন জানান, রাত্রে আমাদের এখানে ৫-৭ টি পথ কুকুর হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আমরা কয়েকজন মিলে সেবা সুশ্রূষা করে তাদের সুস্থ করে তুলি।সেদিন রাত্রে বৃষ্টি হচ্ছিল দেখে তাদের একটি নিরাপদ জায়গায় রাখি যাতে তারা প্রাণে অন্ততঃ বেঁচে যায়।পর দিন সকালে অগ্নিশ্বর ব্যানার্জি নামে এক যুবক স্থানীয় এক পশু চিকিৎসককে ডেকে আনেন এবং পথ কুকুরদের চিকিৎসা করান। মহম্মদ মোহ্সিন নামে ঐ পশু চিকিৎসক জানান, সম্ভবত খাবারে বিষক্রিয়ার জন্যই তাদের এটা হয়েছে। তবে তাদের লালা রস পরীক্ষা না করলে সঠিক বলা যাবে না। আমরা প্রয়োজনীয় ওষুধ দিয়েছি। পরে আবার দুবরাজপুর ব্লকের ভেটেনারি অফিসার ডাক্তার দেবব্রত খামরুই সেখানে আসেন এবং অসুস্থ কুকুরদের চিকিৎসা করেন। তিনিও জানান, প্রাথমিক ভাবে মনে হচ্ছে বিষক্রিয়ার জন্যই হয়েছে। কিন্তু ল্যাবে পরীক্ষা নিরীক্ষা না করলে আসল কারন জানা যাবে না। আমরা প্রাথমিকভাবে চিকিৎসা করেছি, সুস্থ আছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct