নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: রবিবার বিকেল ২ টা নাগাদ কালিয়াচক -১ ব্লক কংগ্রেসের উদ্যোগে নওয়াদা যদুপুর স্ট্যান্ড এলাকায় জাতীয়সড়কের পাশে অনুষ্ঠিত হল কংগ্রেসের এক সভা ও যোগদান কর্মসূচি। সেই সভায় তৃণমূল কংগ্রেসের ন্ওয়াদা যদুপুর অঞ্চল চেয়ারম্যান রফিক সেখ সহ বেশ কয়েকজন প্রাক্তন সদস্য সহ কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত কংগ্রেস নেতাদের হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘী কেন্দ্রের বিধায়ক বাইরন বিশ্বাস, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালুদা) কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা জাতীয় কংগ্রেসের রাজ্য মুখপাত্র কৌস্তব বাগচী, সুজাপুর বিধানসভা প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরী , মোত্তাকিম আলম, আসিফ মেহেবুব, অর্জুন হালদার, জেলা কংগ্রেস সহ সভাপতি কালী সাধন রায়, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান প্রমুখ। এদিনের সভায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বিষয়ের তীব্র সমালোচনা করেন । কংগ্রেসের কটাক্ষ ওরা ভয় পেয়েছে। তাই এখন পুলিশ দিয়ে কন্ঠরোধ করতে চাইছে। কংগ্রেস কাউকে ভয় পায় না। কোন কংগ্রেস কর্মীদের ওপর শাসক দলের অত্যাচার হলে কংগ্রেস লড়াই করবে বলে মন্তব্য করেন কৌস্তব বাগচি। এদিকে এদিনের যোগদান কর্মসূচী ও সভার পাল্টা সভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রের খবর, আগামী ৪ এপ্রিল মঙ্গলবার সেখানেই একটি কর্মীসভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সিদ্ধান্ত হয়েছে। এই সভা সেখানে অনুষ্ঠিত হলে তবে এদিনের পাল্টা সভা বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। স্বভাবতই পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়বে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct