আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে তার আইনজীবী দল আজ সুরাতের দায়রা আদালতে আপিল করবে। রাহুল গান্ধি আদালতে উপস্থিত থাকবেন। কারণ কংগ্রেস অফিস সূত্র জানিয়েছে, তিনি সুরাতে যাচ্ছেন। কে সি বেণুগোপালের মতো অন্যান্য সিনিয়র নেতারা তার সাথে থাকতে পারেন। সূত্রের খবর, রাজ্যসভার সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট অভিষেক সিংভি আপিল দায়েরের প্রক্রিয়াটি তদারকি ও পরামর্শ দিয়েছেন। তবে সুরাটের বিশিষ্ট ফৌজদারি আইনজীবী এবং সিনিয়র অ্যাডভোকেট আর এস চিমা এই আপিল করবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এইচ ভার্মার ২৩ মার্চের আদেশের বিরুদ্ধে এই আপিল করা হয়েছে। যেখানে ২০১৯ সালে মোদী উপাধি নিয়ে মন্তব্য করার জন্য কংগ্রেস নেতাকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। “আমার একটা প্রশ্ন আছে। কেন এই সব চোরের নামে মোদী মোদী আছে? নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন, “আমরা যদি আরও একটু অনুসন্ধান করি, তাহলে আরও অনেক মোদী বেরিয়ে আসবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct