মুহাম্মদ হাবিব, কোচবিহার, আপনজন: ভারত বাংলাদেশ সীমান্তে বড় মরিচা সংলগ্ন নালার পার এলাকায় গত রাতে বিএসএফের হাতে পাকড়াও হন এক ব্যক্তি। রবিবার সকাল বেলা ওই ব্যক্তিকে মাথাভাঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান বিএসএফের ৭৫নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ওই ব্যক্তিকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ওই মৃত ব্যক্তির নাম জেলাল মিয়া। তার বাড়ির লোকজন জানান, জেলাল মিয়া তিনি দিল্লিতে ঠিকাদারির কাজ করেন। কয়েক দিন হল বাড়িতে এসেছেন। গতরাতে যখন তিনি বাড়ির বাইরে বের হনতারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে ৭৫নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানেরা জেলাল মিয়াকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই নাকি তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাড়ির লোকজনের অভিযোগ বিএসএফ ওই ব্যক্তিকে বেধড়ক মারায় মৃত্যু হয়েছে ও তাকে বিএসএফের পোশাক পরিয়ে মৃত সার্টিফিকেট নেওয়ার জন্য হাসপাতালে নিয়ে গেছে। তাই ওই ঘটনায় বিএসএফের বিরুদ্ধে মামলা দায়ের করতে শীতলকুচি থানায় এজাহার জমা করেছে মৃত জেলাল মিয়ার পরিবার। তবে, বিএসএফর তরফে জানানো হয়েছে, মৃতের বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে রয়েছে। তাদের দাবি, ঘটনাস্থল থেকে বেশ কয়েক টি গরু উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কোচবিহারে বিএসএফের গুলিতে রাজ বংশী যুবক প্রেম কুমার বর্মনের মৃত্যুর প্রতিবাদে সরব হলেও জেলাল মিয়ার মৃত্যু নিয়ে এখনও মুখ খোলেননি। যদিও এবার বিএসএফের হাতে বাড়িতে ফেরা কোচবিহারের সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে অভিষেক সরব হন কিনা তা দেখার। সাগরদিঘিতে সংখ্যালঘুদের তৃণমূল বিমুখের পর অভিষেকের মুখ খোলার সম্ভাবনা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct