নিজস্ব প্রতিবেদক, রিষড়া, আপনজন: এবার হাওড়ার পর রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হুগলি জেলার রিষড়ায়। ফেরামনবমীর শোভাযাত্রায় অশান্তি শুরু হয় রবিবার বিকেল থেকে। পুলিশ সূত্রে খবর, রিষড়া মৈত্রী পথ সংলগ্ন সন্ধ্যা বাজার এলাকায় শোভাযাত্রা থেকে অশান্তি ছড়ায়।মুহুর্মুহু ইট বৃষ্টি শুরু হয়।আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। লাঠি উঁচিয়ে যারা গোলমাল করে তাদের হটিয়ে দেয়। রিষড়া থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মী আহত হন। এদিনের শোভাযাত্রায় দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান বোস ইটের গায়ে গুরুতর আহত হন ।তাকে হিন্দমোটর রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে রবিবার ওই অঞ্চলে যে রামনবমী মিছিল বের করা হয় তার উদ্যোক্তা ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। ওই মিছিলে আমন্ত্রিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন বাংলায় কিছু মানুষ ইট ছুড়ে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে। রবিবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরে পর হুগলি জেলার রিষড়াতে রামনবমীর মিছিলকে ঘিরে ধুন্ধুমার কান্ডের পাশাপাশি ভাঙচুর, ইট বৃষ্টিও আগুনের ঘটনা ঘটে। প্রচুর পরিমাণে কমব্যাট ফোর্স ও বাহিনীকে নিয়ে এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। হাওড়াতে ধীরে ধীরে যখন পরিবেশ স্বাভাবিক হচ্ছে সেই সময় অশান্ত হয়ে উঠল হুগলি জেলার রিষড়া অঞ্চল। হুগলিতে এই অশান্ত পরিবেশ সৃষ্টির তীব্র ভাষায় নিন্দা করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার অভিযোগ, বিজেপির ক্ষমতাকালে গোটা দেশে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বৃদ্ধি পেয়েছে। হাওড়ার শিবপুরের পর হুগলিতে যে গোলমাল হল এবং যে মিছিলকে কেন্দ্র করে এই অশান্ত পরিবেশ সৃষ্টি হল তার নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, বলে অভিযোগ শশী পাঁজার। এই ঘটনায় রাজ্য সরকার যারা গোলমাল করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে এবং এই জঘন্য ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছে। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ স্পষ্ট দাবি করেছেন রিষড়াতে যে ঘটনা ঘটেছে তার জন্য পুরোপুরি দায়ী বিজেপি। এই ঘটনা তারা পরিকল্পনা মাফিক ঘটিয়েছে। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কেন বিজেপি পবিত্র রমজান মাসে রাম নবমীর শোভাযাত্রা বের করতে এত বদ্ধপরিকর? দু’দিন পরে কেন রামনবমীর মিছিল বের করা হল সেই প্রশ্ন তোলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct