সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। গত বিধানসভা নির্বাচনের আগেই শুরু করেছিলেন দুয়ারে সরকার। সাধারণ মানুষের দুয়ারে গিয়ে সরকারি আধিকারিকরা বিভিন্ন দপ্তরের যে সমস্ত প্রকল্প গুলো রয়েছে সেগুলোর কাজ সমাধান করেছে এই দুয়ারে সরকারের মাধ্যমে। দুয়ারে সরকারের ফলে সাধারণ মানুষের অনেক উপকৃত হয়েছে বলে জানান এক উপভোক্তা। পঞ্চায়েত নির্বাচনের আগে দুয়ারে সরকার ক্যাম্প করে সাধারণ মানুষের যে সমস্ত কাজ বাকি রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করার নির্দেশ দিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকারে একাধিক প্রকল্পের মধ্য অন্যতম লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা থেকে শুরু করে মৎস্যজীবীদের কার্ড, বিদ্যুৎ দপ্তরের বিল জমা থেকে শুরু করে খাদ্য সাথীর কার্ড ও আধার আপডেট এবং আধার নতুন কার্ড করা হচ্ছে।
আর এই দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে আসলেন ডোমকল মহকুমা শাসক সুমিত কুমার রায় ও মহকুমা খাদ্য আধিকারিক মোঃ মুসির আহমেদ, জলঙ্গি বিডিও শোভন দাস। শনিবার জলঙ্গির চোয়াপাড়া অঞ্চলের সাব সেন্টারে দুয়ারে সরকার ক্যাম্পে এসে সমস্ত প্রকল্পের বিষয়ে খোঁজ খবর নেন, উপভোক্তাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকগণেরা। এসডিও সুমিত কুমার রায় বলেন রাজ্যের পাশাপাশি ডোমকল মহকুমা জুড়েও শুরু হয়েছে দুয়ারে সরকার, আর সেই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ অনেক সুবিধা হচ্ছে, এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া হবে ১০ শে এপ্রিল পর্যন্ত আর সমাধান করা হবে ২০ শে এপ্রিলের মধ্যে। শনিবার মহকুমার সমস্ত দুয়ারে সরকার ক্যাম্প খুব সুষ্ঠ ভাবে পরিচালনা হয়েছে বলেও জানান, সঙ্গে জলঙ্গি বিডিও শোভন দাস কেও শুভেচ্ছা জানান জলঙ্গিতে সুন্দর ভাবে দুয়ারে সরকার ক্যাম্প পরিচালনার জন্য। অন্য দিকে চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রাকিবুল ইসলাম রকি নিজে বসে সাধারণ মানুষের আবেদন পত্র পূরণ করে দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct