নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: প্রয়াত অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজসেবী বামাচরণ লালার স্মরন সভায় বিভিন্ন দলের নেতা ও বিশিষ্ট জনের উপস্থিতিতে স্মরনসভা নতুন মাত্রা দান করে। সকলেই প্রয়াত বামাচরণ বাবুর বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরে ভাষন দেন। শনিবার বিকেলে কালিয়াচক-৩ ব্লকের প্রমোদভবনে অনুষ্ঠিত হল অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজসেবী স্বর্গীয় বামাচরণ লালা’র স্মরণসভা। বৈষ্ণবনগর নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এদিন স্বর্গীয় বামাচরণ লালা’র প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এক মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করা হয়। প্রয়াত প্রাক্তন শিক্ষক বামাচরণ লালা শিক্ষকতা করা ছাড়াও ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য, রাজ্য প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলের প্রাক্তন সদস্য, বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রথম প্রধান ছিলেন তিনি। বৈষ্ণবনগর হাইস্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন তিনি। উনি ১৯৪৭ সালের ৯ ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। তিনি প্রয়াত হন চলতি বছরের এবছর ১২ মার্চ। এদিন প্রমোদ ভবনে তাঁর স্মরণসভায় হাজির ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার, তৃণমূল কংগ্রেসের ডা: মোয়াজ্জেম হোসেন, বৈষ্ণবনগর হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক অংশুমান ঝা, জেলাপরিষদের সদস্য দুর্গেশ সরকার, বৈষ্ণবনগর থানার আইসি নিম সেরিং ভূটিয়া, শিক্ষক শশাঙ্ক শেখর লালা, সংগঠনের বিনয় কুমার ঘোষ , অসিত কুমার মন্ডল , ভীম চন্দ্র সরকার, অরুনাভ লালাপ্রমুখ। স্মরনে সংগীত পরিবেশন করেন নূপুর চক্রবর্তী, স্বাগত ভাষন দেন যুগল কিশোর ঘোষ। এদিন সব দলের ও পরিবারবর্গের অন্যান্য মানুষের উপস্থিতিতে বামা বাবুর স্মরণসভায় সকলের উপস্থিতিতে এক মিলনক্ষেত্রে পরিনত হয়। এদিন বিজ্ঞান মঞ্চের তরফে প্রয়াত প্রাক্তন শিক্ষকের স্ত্রী শান্তি লালার হাতে স্মারক মানপত্র তুলে দিয়ে সংবর্ধিত করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখার সদস্যরা। উপস্থিত সকলেই সংক্ষিপ্ত ভাষনে বামাচরণের কার্যক্রম, ধৈর্য, ক্ষমা প্রদর্শন বহু গুনের প্রশংসা করেন। সংগঠনের বিনয় কুমার ঘোষ প্রয়াত শিক্ষকের যাবতীয় কাজের ভূয়ষী প্রশংসা করন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct