সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রেলের বেসরকারি করনের প্রতিবাদ সহ রেল কর্মচারীদের বেশ কিছু দাবী দাওয়ার পরিপ্রেক্ষিতে এবং আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে ইস্টার্ন রেলওয়ে মেনস্ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় শনিবার বীরভূমের রামপুরহাট শাখার পাকুড়ে। আলোচনা সূত্রে জানা যায় ১ লা এপ্রিল থেকে ১ লা মে পর্যন্ত মাসাধিক কাল ব্যাপী আন্দোলনের নানান কর্মসূচি রয়েছে। সেসমস্ত বিষয়ের উপর তার রূপরেখা তৈরি করনের জন্য মূলত আজকের সাংগঠনিক আলোচনা সভা। এছাড়া ১লা মে শ্রমিক দিবস। সেই দিনেই রেলের প্রধান কার্যালয়ে প্রতিবাদ সভা এবং স্মারকলিপি প্রদান করা হবে বলে সংগঠন সূত্রে জানা যায়। ইস্টার্ন রেলওয়ে মেনস্ কংগ্রেসের আলোচ্য দাবি সমূহের মধ্যে রয়েছে,পদ বিলুপ্তি করনের মাধ্যমে রেলের শিল্প বিভাগকে ধ্বংস করা হচ্ছে। কর্মরত রেল শ্রমিক কর্মচারীদের উপরে অতিরিক্ত কাজের বোঝা চাপানো হচ্ছে। একদিকে রেলের কাজকে ঠিকাদারির হাতে দেওয়া হচ্ছে, অন্যদিকে ওই কাজ রেল কর্মচারীদের দিয়ে করানো হচ্ছে। উল্লেখ্য সংগঠনগতভাবে এ বিষয়ে গত ২০১৮ সালে রেলওয়ের জেনারেল ম্যানেজার ও জোনাল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। উর্ধ্বতন কতৃপক্ষ সে সব বিষয়ে ভ্রুক্ষেপ না করার জন্য রেল কর্মচারীদের মধ্যে আন্দোলন সংগঠিত করা হচ্ছে, চলবে একমাস ব্যাপী বলে জানান বীরভূম জেলা আইএনটিটিইউসি সভাপতি মৃনাল কান্তি বসু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে বৃন্দাচল তেওয়ারী, ইস্টার্ন রেলওয়ে মেনস্ কংগ্রেসের সহ সাধারণ সম্পাদক পুলক রায়,রামপুরহাট শাখার সম্পাদক সঞ্জীব শেখর ও সভাপতি আর এন ভার্মা,এন এন বড়াল, সন্তোষ ভারতী, মহিলা নেত্রী বাসন্তী মন্ডল প্রমুখ নেতৃত্ব।এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইস্টার্ন রেলওয়ে মেনস্ কংগ্রেসের সহ সাধারণ সম্পাদক পুলক রায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct