টপি লস্কর, সাগর, আপনজন: ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবিরি শুরু হল। সাগর ব্লকের রুদ্রনগর কৃষক বাজারে দুয়ারে সরকারের শুভ সূচনা করেন সুন্দরবন বিষয়ক দফতরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়া ছিলেন বিডিও, সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ স্কুলের সাউথ সার্কেলের এসআই , সি ডি, পি, ও। মন্ত্রী বঙ্কিম হাজরা কৃষক বাজারে দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শন করেন এবং দুটো ট্যাবলো শুভ সূচনা করেন যার মাধ্যমে গ্রামে গ্রামে ওই ট্যাবলো গিয়ে মানুষকে দুয়ারে সরকারের পরিষেবা দেবে। এদিন সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের থেকে সাগর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দুয়ারে সরকারের মাধ্যমে ৮৭ জন পরিবারকে পাট্টা এবং রেকর্ড বিতরণ করা হয়েছে। সাগর ব্লকে দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়েছে লক্ষীর ভান্ডারে ৫৩ হাজার ৫৬৭ জন, কাস্ট সার্টিফিকেট ২৭৫৬২ স্বাস্থ্য সাথী ২১ হাজার ৫৩২ কৃষক বন্ধু ৪৫৩২, এবং আরো সকল প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে এবং প্রসেসিং এ আছে সমস্ত প্রকল্প মাধ্যমে মানুষ পরিষেবা পেয়ে যাবে দুয়ারে সরকারে পর্যায় -৫ টি শিবির -৩.৭১+ লক্ষ সুবিধাভোগী - ৬.৭৭+ কোটি।,
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct