নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়া জেলার শিবপুরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হওয়ায় হিংসাত্মক ঘটনার ঘটে। পবিত্র রমযান মাসে একটি কুচক্রী মহল রাম নবমীর মিছিলের নামে অশান্তি তৈরি চেষ্টা করে। এই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় হাওড়া জেলার শিবপুর এলাকায়। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে সদার্থক ও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে আহ্বান জানান জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক সাহেব। জামাআতের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার প্রশাসনের অনুমতিতে ছাড়াই রাম নবমীর মিছিল পিএম বস্তি এলাকায় প্রবেশ করলে উত্তেজনা তৈরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। মুসলিমদের পবিত্র রমযান মাসে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে প্রশাসনের বাড়তি নিরাপত্তা না থাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এই অবস্থায় জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার আমীরে হালকা মাওলানা আব্দুর রফিক প্রশাসনের কাছে ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি প্রশাসনের কাছে দেওয়া চিঠিতে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি পিএম বস্তি থেকে যেসমস্ত নিরীহ যুবকদের গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শাদাব মাসুম সাহেব হাওড়া জেলার পুলিশ কমিশনার প্রবীণ কুমারের সাথে সরাসরি কথা বলেন। জামাআতের তৎপরতায় আলহামদুলিল্লাহ্ গত শুক্রবার জুম্মাবার এর নামাজ শান্তি পূর্ণ ভাবে হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও যথাযত ভাবে প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে। শাদাব মাসুম সাহেব জানিয়েছেন পুলিশ কমিশনার ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct