নকীব উদ্দিন গাজী ও টপি লস্কর, মৌসুনী, আপনজন: প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দিতে এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে আবারো ষষ্ঠতম ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্পের শুভ উদ্বোধন করা হল। এদিন নামখানা ব্লকের মৌসুনী দ্বীপে মৌসুনী কো-অপারেট হাইস্কুলে দুয়ারে সরকার ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা শাসক সুমিত গুপ্তা। মূলত প্রত্যন্ত সুন্দরবন দ্বীপ এলাকার অনেক মানুষই দুয়ারে সরকার ক্যাম্পে পৌঁছাতে পারে না। তাদের কথা চিন্তা করেই নৌকার মাধ্যমে দ্বীপ এলাকায় পৌঁছে যাবে সরকারি কর্মীরা। পাশাপাশি এবারে দুয়ারে সরকার ক্যাম্পে ১৭টি দপ্তরের সহযোগিতায় ৩৩ টি প্রকল্প রয়েছে সাধারণ মানুষের জন্য। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় বেশির ভাগ মানুষই মৎস্যজীবী তাই বিশেষ করে মৎস্যজীবী ক্রেডিট কার্ড এর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি কৃষকবন্ধু স্বাস্থ্য সাথী, থেকে শুরু করে বিদ্যুৎ বিল প্রদান একাধিক প্রকল্প রয়েছে এবারের দুয়ারে সরকারে । এবারে দুয়ারে সরকার ক্যাম্প চলবে ১-১০ তারিখ পর্যন্ত সেখানে প্রথম দিনের জেলায় ক্যাম্প সংখ্যা ১৭০০ পাশাপাশি ১-১০ তারিখ পর্যন্ত প্রায় ১০০০০ ক্যাম্প থাকবে যে ক্যাম্প গুলো থেকে ৩৩ টি পরিষেবা পৌঁছে দেওয়া মানুষকে। পাশাপশি এবার ২৬৫ টি নৌকার মাধ্যমে চলবে পরিষেবা। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ একায় প্রত্যেকটি মানুষ কাছে পরিষেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (ডেভেলপমেন্ট) শঙ্কর সাতরা, এসডিপিও সাগর দীপাঞ্জন চ্যাটার্জি, বিডিও নামখানা শান্তনু সিংহ ঠাকুর, এসডিও অরণ্যা বন্দ্যোপাধ্যায়, তথ্য সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মালি মন্ডল সহ একাধিক ব্যাক্তিত্বরা। এদিনের দুয়ারে সরকার মঞ্চ থেকে একাধিক উপভোক্তাকে মৎস্যজীবি কার্ড, এসটি, এসসি সার্টিফিকেট সহ একাধিক পরিষেবা প্রদান করা হয়।বিরোধীরা যতই কুৎসা রটাবে ততই মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার বইবে পশ্চিমবঙ্গে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct