বাবলু প্রামানিক, গঙ্গাসাগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা রাধাকৃষ্ণ পুর হাই স্কুলে বাল্যবিবাহ রোধ করতে, নিজেই নিজেদের আত্মরক্ষা করতে সবুজ সংঘের উদ্যোগে তৈরি করা হল নয়নতারা বাহিনী। এই বাহিনী কাজ হল ১৮বছর নিচে যেসব নাবালিকাদের পরিবারের চাপে বিয়ে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে। সেই সমস্ত পরিবারের কাছে এই নয়নতারা বাহিনীর তারা গিয়ে বোঝাবে এবং সেই নাবালিকা ছাত্রীকে আবার স্কুল মুখী করার জন্য । যেটুকু আর্থিক সাহায্য প্রয়োজন সেই ছাত্রীর হাতে তুলে দেবেন সবুজ সংঘ। সবুজ সংঘের উদ্যোগে সাগরদ্বীপের পাঁচটি সরকারি উচ্চমাধ্যমিক স্কুলকে স্মার্ট স্কুল হিসাবে গড়ে তোলা হয়েছে। সেইসঙ্গে কিশোরী বাহিনী গড়ে তুলতে দেওয়া হচ্ছে বিভিন্ন ট্রেনিং,এই বাহিনীর নাম দেওয়া হয়েছে “নয়ন তারা “। স্কুলের শৌচালয়, লাইব্রের, ল্যাবরটরির পাশাপাশি বসানো হয়েছে উন্নত মানের স্মার্ট এলইডি, যার ফলে কমেছে স্কুল ছুটের সংখ্যা।স্কুলের ছাত্রীদের সংখ্যা বাড়ছে স্মার্ট স্কুলের মাধ্যমে পড়াশোনার জন্য ।দাবী সবুজ সংঘের সম্পাদক অংশুমান দাস বলেন সাগরদ্বীপ সহ সুন্দরবনের বিভিন্ন এলাকাকে আদর্শগ্রাম হিসেবে গড়ে তুলতে তার সংস্থা কাজ করে যাবে আগামী দিনের ছোট ছোট কিশোরীদের নিয়ে নয়নতারা বড় প্রভাব দেখাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct