এসো বৈশাখ
ইন্দ্রাণী দাস
বালি হাওয়া ,রোদ্দুর
রুক্ষতা মেখে
রুদ্রের রূপে তুমি
এসো বৈশাখ
উদ্দাম নৃত্যের
তান্ডব তালে
নটরাজ হয়ে তুমি
এসো বৈশাখ।
ঝাঁপতাল ,দাদরায়
ত্রিতাল তৎকারে
গরবিনী সাজে তুমি
এসো বৈশাখ
সুর-লয়-ছন্দের
অধিকারী হয়ে
সংগীত রূপে তুমি
এসো বৈশাখ
মাত্রায়-ছন্দে
অন্ত্য মিলে
আবৃত্তির ঢঙে তুমি
এসো বৈশাখ
রাজা রানি রাক্ষস
পক্ষীরাজে
রূপকথা নিয়ে তুমি
এসো বৈশাখ
মঞ্চের অভিনয়ে
বহুরূপী সাজে
কুশীলব হয়ে তুমি
এসো বৈশাখ
ভালোবাসা-কান্নায়
অভিমানে-রাগে
বিষাণ বাষ্পে ভেসে
এসো বৈশাখ
মুক্তি ও বন্ধনে
প্রেমে পরিণয়ে
প্রিয়তম হয়ে তুমি
এসো বৈশাখ
সৃষ্টি ও প্রলয়ে
মহাসমারোহে
সন্ন্যাসী রূপে তুমি
এসো বৈশাখ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct