মনিরুজ্জামান, বারাসত, আপনজন: শনিবার ১ এপ্রিল রাজ্য জুড়ে শুরু হয়েছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবির। এই দুয়ারে সরকার শিবিরে প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের উদ্যোগ ছিল উল্লেখ করার মতো। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসাত -২ নম্বর ব্লকের কীর্তিপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গলাসিয়া সেবক সংঘ হাই স্কুল ও খড়িবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবিরে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ গ্ৰামের ছেলেদের সঙ্গে নিয়ে আধিকারিকদের সহযোগিতায় উপভোক্তা নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমস্যা সমাধানের চেষ্টা করেন। কর্মাধ্যক্ষ ফারহাদ জানান, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যেভাবে পরিষেবা দিয়ে আসছেন তা অনন্য। তিনি আরও জানান, ২৭টি পুরনো প্রকল্পের পাশাপাশি এবার এই শিবির থেকে আরও চারটি নতুন পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। ষষ্ঠবারের এই দুয়ারে সরকার শিবিরে ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত যে কোনও সরকারি পরিষেবা পেতে আবেদন করার সুযোগ থাকছে। পাশাপাশি সরকারি ভাবে ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে সেই পরিষেবা প্রদান করা হবে আবেদনকারীকে।এবার দুয়ারে সরকার শিবিরেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরে এলাকার মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। উল্লেখ্য, এবার দুয়ারে সরকার শিবির থেকে আবেদন করা যাচ্ছে বিধবা ভাতা, মেধাশ্রী, ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণপ্রদান (ভবিষ্যৎ) এবং মাইক্রো ইরিগেশন স্কিমে। এর মধ্যে মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে ওবিসি ছাত্রছাত্রীদের ঋণ দেওয়া হয়। মাইক্রো ইরিগেশন স্কিমের মাধ্যমে কৃষকদের ঋণ দেওয়া হয়। এছাড়াও কন্যাশ্রী, সবুজশ্রী,কৃষক বন্ধু, জাতিগত শংসাপত্র,স্টুডেন্ট ক্রেডিট কার্ড,স্বাস্হ্য সাথী,লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পের জন্য এই দুয়ারে সরকার শিবিরগুলি থেকেই আবেদন করা যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct