সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: গত ২৮ শে মার্চ বাম ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ১৫ দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেদিন ঘটনার প্রেক্ষিতে সংগঠনের কয়েকজনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে সংগঠনের দাবি। তাদের নিঃস্বার্থ মুক্তির দাবিসহ বেশ কিছু দাবিতে আজ শনিবার রামপুরহাট শহরে ধিক্কার মিছিল করে এসএফআই ও ডিআইএফআই নামক বাম প্রভাবিত ছাত্র- যুব সংগঠন।তাদের দাবি ছাত্র যুব সংগঠন যখন সারা রাজ্য জুড়ে ন্যায্য দাবিতে নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি, শূন্য পদ পূরণ করা, আদিবাসীদের হোস্টেল বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ইত্যাদির দাবিতে আন্দোলন চলছে।সেই ন্যায্য আন্দোলনের উপর রাজ্য সরকার মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে দলীয় কর্মীদের। বীরভূম জেলাশাসক অফিস অভিযানে ছাত্র যুবদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে, তৃণমূল কংগ্রেসের জঙ্গল রাজ, আহমদপুরে আদিবাসী দম্পতিকে পিটিয়ে খুন, রাজ্য জুড়ে লুট ও জঙ্গল রাজের প্রতিবাদে এই ধিক্কার মিছিল বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct