আপনজন ডেস্ক: পবিত্র রমজান মাসে ওমরাহ পালনের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ রাসুল (সা.) রমজান মাসের ওমরাহ পালনকে হজের সমতুল্য বলেছেন। তাই প্রতিবছর রমজান মাসে ওমরাহ পালনের উদ্দেশ্যে হজের পর সবচেয়ে বেশি মুসলিম সমবেত হন। এবারের রমজানে মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদে ৩০ লাখ মুসল্লির ব্যবস্থা করা হয়। সম্প্রতি হিবা মুস্তফা আল-কিলবানি নামের এক মিসরীয় নারী ওমরাহ পালনের সময় পবিত্র কাবা ঘরের সামনে হার্ট অ্যাটাক করে মারা যান। মসজিদুল হারামে জানাজার পর তাঁকে জান্নাতুল বাকিকে দাফন করা হয়। তিনি মিসরের কানা অঞ্চলের বাসিন্দা ছিলেন। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে আবেগঘন ভাষায় শোক জানান তার চিকিৎসক স্বামী আবদুল মুনিম আল-খাতিব। তিনি মিসরের আসইয়ুত বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের অধ্যাপক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টটি সবার হৃদয়ে নাড়া দেয়। স্ত্রীকে হারিয়ে শোকাহত স্বামীর প্রতি গভীর সমবেদনা জানায় সবাই। আবদুল মুনিম আল-খাতিব এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আল্লাহ যা নিয়েছেন তা তারই এবং যা দিয়েছেন তা-ও তার। ধৈর্যশীল অন্তর ও পুণ্যের প্রত্যাশায়, অশ্রুসিক্ত চোখে স্ত্রীর জন্য শোক জানাচ্ছি। সে আমার সন্তানের মা, আমার অন্তরের সঙ্গী, আমার জীবনপথের সঙ্গী, আমার হৃদয়ের ফুল, দুনিয়ায় আমার উত্তম কাজের প্রেরণা, আমার হাসি, আমার নিত্যদিনের সঙ্গী।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct