আপনজন ডেস্ক: লড়াইটা এক নম্বর বনাম বিশ নম্বর দলের। এমন অসম প্রতিপক্ষের ম্যাচ নিয়ে ‘কে জিতবে’ ধরনের প্রশ্ন এক প্রকার অবান্তরই বলা চলে।কেন অবান্তর, তারই যেন মোক্ষম প্রদর্শনী দেখিয়ে গেল বার্সেলোনা। লা লিগা পয়েন্ট তালিকার তলানিতে থাকা এলচেকে লড়াইয়ের সুযোগই দেয়নি জাভি হার্নান্দেজের দল, উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন রবার্ট লেভানডভস্কি, একটি করে আনসু ফাতি ও ফেরান তরেস। পুঁচকে এলচের বিপক্ষে জয়ের সুবাদে লা লিগা শিরোপার আরও কাছে এগিয়ে গেল বার্সেলোনা। ২৭ ম্যাচে বার্সার পয়েন্ট ৭১। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে। এলচে শুধু পয়েন্ট তালিকার শেষ দলই নয়, চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল হজম করা আর সবচেয়ে কম গোল করা দলও।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct