নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে। হাওড়ায় শান্তি ফিরছে। এই বাতাবরণের মধ্যেই হাওড়ায় শান্তির পরিবেশ বজায় রাখতে হিন্দিভাষী এবং মাইনরিটি’দের নিয়ে দু’দফায় পৃথক বৈঠক করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শিবপুরে ফের যাতে নতুন করে কোনও অশান্তি না হয় সেজন্যে শান্তি বৈঠক হয় জেলা প্রশাসনের উদ্যোগে। শনিবার দুপুরে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে টিকিয়াপাড়ায় এক বেসরকারি স্কুলে এক বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম, পুলিশ এবং প্রশাসনিক কর্তারা এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অরূপ রায় বলেন, এই বৈঠকে সকলেই শান্তির পক্ষে সওয়াল করেন। আর যাতে নতুন করে কোনও অশান্তি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন তিনি আরও বলেন, সকালেও তিনি হিন্দি ভাষাভাষী বাসিন্দাদের নিয়ে তিনি বৈঠক করেছিলেন। সেখানেও তাদের আশ্বস্ত করেন।এদিন তিনি আরও বলেন অশান্তি এবং সংঘর্ষের কারণে যাদের ক্ষতি হয়েছে তাদের সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই নিয়ে জেলাশাসক ও পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct