আপনজন ডেস্ক: ফুটবলে রেকর্ড ভাঙা-গড়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নিয়মিত কীর্তি। ক্যারিয়ারজুড়ে গর্বের নানা মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ সুপারস্টার। চলতি মাসে জাতীয় দলের হয়ে খেলতে নেমে সর্বোচ্চ ইন্টারন্যাশনাল ম্যাচে অংশ নেয়ার নতুন রেকর্ড গড়েন পর্তুগিজ সুপারস্টার। আন্তর্জাতিক বিরতি শেষে সৌদি আরবে ফিরে ক্লাব সতীর্থদের সঙ্গে রেকর্ড উদ্যাপন করলেন পাঁচটি ব্যালন ডি’অরের মালিক। গত ২৩শে মার্চ লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে লিখটেনস্টাইনের মুখোমুখি হয় পর্তুগাল। সেই ম্যাচেই মাঠে নেমে কুয়েতের বাদের আল মুতায়াকে ছাড়িয়ে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৯৭ ম্যাচ খেলার রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আল মুতাওয়া ১৯৬টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেন। ইউরো বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৯৮তম ম্যাচটি খেলেন রোনাল্ডো। ইন্টারন্যাশনাল ব্রেক শেষে আল নাসর এফসিতে ফিরেছেন পর্তুগিজ সুপারস্টার। গত ৩১ মার্চ সতীর্থদের সঙ্গে কেক কেটে নিজের সেই রেকর্ড উদ্যাপন করেছেন রোনাল্ডো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct