আপনজন ডেস্ক: যুক্তরাজ্যজুড়ে উন্মুক্ত ইফতার আয়োজনের অংশ হিসেবে এবার ম্যানচেস্টার ক্যাথিড্রালে তা অনুষ্ঠিত হয়। গত ২৯ মার্চ অনুষ্ঠিত এ ইফতার কার্যক্রমে অংশ নেন বিভিন্ন ধর্মের হাজারের বেশি লোক। ইফতারের মুহূর্তে আজানের সুমধুর ধ্বনিতে মুগ্ধ হয় সবাই। উন্মুক্ত ইফতার আয়োজনে আলোচক হিসেবে অংশ নেন ম্যানচেস্টারের প্রথম নারী সিটি কাউন্সিলর বেভ ক্রেগ, ক্যাথিড্রালের ডিন রজার্স গোভেন্ডার, প্রথম নারী রাব্বি রাবিরোবিন, শাইখা নওসিন গুলসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। পবিত্র রমজান মাসজুড়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ইফতার আয়োজন করছে ব্রিটেনভিত্তিক ইসলামী দাতব্য সংস্থা রমজান টেন্ট প্রজেক্ট। উন্মুক্ত ইফতার কার্যক্রমের ১০ বছর পূর্তিতে যুক্তরাজ্যের বড় শহরগুলোতে এই আয়োজন করছে সংস্থাটি। এর আগে গত ২৬ মার্চ লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমবারের মতো উন্মুক্ত ইফতার আয়োজন করে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি ফুটবল ক্লাব। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া ও সুসম্পর্ক গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়। রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালহা বলেন, ‘এ রাতে তৈরি হয়েছে নতুন ইতিহাস। বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের হাজারের বেশি লোক ম্যানচেস্টার ক্যাথিড্রালে অনুষ্ঠিত ওপেন ইফতার কার্যক্রমে অংশ নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct