আপনজন ডেস্ক: ভারতীয় হজ কমিটি ২০২৩ সালের হজের জন্য খাদিমুল হুজ্জাজ নির্বাচনের সময়সূচি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি ৩০০ জন তীর্থযাত্রীর জন্য একজন খাদিম নির্বাচন করা হবে। ভারতের হজ কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব শেখ-এর মতে, মহিলা খাদিমার জন্যও আবেদন করা যেতে পারে। তবে এটি রাজ্যগুলিতে মাহরাম বিহীন মহিলা হজযাত্রীদের আবেদনের উপর নির্ভর করবে। খাদিমুল হুজ্জাজের দায়িত্ব হবে জেদ্দার কনস্যুলেট জেনারেলকে ভারতীয় হজযাত্রীদের জন্য পরিষেবায় সহযোগিতা করা। খাদিমুল হুজ্জাজ হিসাবে নির্বাচিত হতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ভারতের হজ কমিটির ওয়েবসাইটে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। আবেদনকারীদের অবশ্যই ২০ মার্চ, ২০২৩ এর আগে ইস্যু করা একটি আন্তর্জাতিক পাসপোর্ট থাকতে হবে এবং ৩ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত বৈধ হতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ এপ্রিল। ৩০ এপ্রিল, ২০২৩ তারিখে যাদের বয়স ৫০ বছরের বেশি হবে না, তারা আবেদন করতে পারবেন। যারা ২০২২ সালের হজে খাদিমুল হুজ্জাজ হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং যারা অতীতে দু’বারের বেশি দায়িত্ব পালন করেছেন তারা এই পদের জন্য আবেদন করার যোগ্য হবেন না।
খাদিমুল হুজ্জাজকে অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং একটি সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত ফিটনেস সার্টিফিকেট দেখাতে হবে। খাদিমকে হজযাত্রীদের ভাষার পাশাপাশি আরবি ভাষার সাথে পরিচিত হতে হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় সব কোভিড-১৯ ভ্যাকসিন নিতে হবে। যারা আগে হজ বা উমরাহ পালন করেছেন তারা আবেদন করতে পারবেন। ভারতের হজ কমিটি খাদিমুল হুজ্জাজের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে। আবেদনকারীদের তাদের নিয়োগকর্তার কাছ থেকে অনাপত্তি শংসাপত্র জমা দিতে হবে। খাদিমুল হুজ্জাজ নির্বাচন সংক্রান্ত সমস্ত শর্ত পূরণের জন্য রাজ্য হজ কমিটিগুলিকে বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য হজ কমিটির সুপারিশ অনুযায়ী খাদিমুল হুজ্জাজের বিবরণ ২১ এপ্রিলের মধ্যে ভারতের হজ কমিটির কাছে পাঠানো হবে। অন্যদিকে, হজ ২০২৩-এর জন্য হজযাত্রীদের নির্বাচন শনিবার লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। দিল্লির ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে শুক্রবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। এই বছর, ড্র ডিজিটাল নির্বাচনের মাধ্যমে পরিচালিত হয়েছিল, যাতে রাজ্য ভিত্তিক নির্বাচিত তীর্থযাত্রীদের তালিকা ভারতের হজ কমিটির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত ৩২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিশদ বিবরণ ভারতের হজ কমিটির ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে দিল্লি, আসাম, অন্ধ্রপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct