টপি লস্কর, আমতলা, আপনজন: রাজ্যের পরিবহন দপ্তরের অর্থানুকুল্যে বহু প্রতীক্ষিত আমতলা বাস টার্মিনাস অত্যাধুনিক বাস টার্মিনাসটি শুক্রবার ডায়মন্ডহারবার লোকসভার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এর মাধ্যমে উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ও পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডলও। নব নির্মিত বাসস্ট্যান্ডের উদ্বোধীন অনুষ্ঠানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এই শুভ উদ্বোধনের সাক্ষী থাকতে পেরে আমি আনন্দিত। ৮ কোটি অর্থব্যয়ে এই উন্নতমানের বাস টার্মিনাসের নবনির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের হিতার্থে যাবতীয় সুব্যবস্থা রয়েছে এই বাস টার্মিনাসে। নিঃসংকোচে বলা যায়, আমতলা থেকে কলকাতার যাত্রাপথ সুগম করতে এই বাস টার্মিনাসের গুরুত্ব অপরিসীম। সাংসদ হিসেবে আমরা সবসময় মা-মাটি-মানুষের স্বার্থে সর্বদা কাজ করে এসেছি ও আগামীতেও সেভাবে কাজ করতে উৎসর্গীকৃত। এই অত্যাধুনিক এই বাস টার্মিনাসটির মধ্যে যাত্রীদের অত্যাধুনিক ওয়েটিং রুম, পরিশুদ্ধ পানীয় জল, অত্যাধুনিক লেডিস এবং জেন্টস টয়লেট ও লেড রুট ডিসপ্লে বোর্ড সহ নানান সুবিধা রয়েছে এই বাস টার্মিনাসে। ১৯ টি অত্যাধুনিক বাস এই টার্মিনাস থেকে হাওড়া ও শিয়ালদার অভিমুখে যাত্রা করবে। আমতলার এই অত্যাধুনিক বাস টার্মিনাসটি হওয়ার ফলে বিষ্ণুপুর এক বিষ্ণুপুর ২ বজবজ ২ ৭গাছিয়া বারুইপুর সব বিভিন্ন এলাকা মানুষজন সুবিধা পাবে। আমতলা হসপিটাল এর কাছেই একর জায়গায় দুবছর এগারো মাস ধরে ৯ কোটি ৩৭ লক্ষ টাকা খরচ হয়েছে এই বাস টার্মিনাসটি তৈরি করতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct