এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: ‘মিশন নির্মল বাংলা’ পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রকল্প দেশ ও আন্তর্জাতিক স্তরে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। সেই প্রকল্পকে সামনে রেখে আবর্জনা মুক্ত অশোকনগর গড়ার ডাক দিলেন অশোকনগর-কল্যানগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। শুক্রবার ‘মিশন নির্মল বাংলা’ এবং ‘স্বচ্ছ ভারত মিশন’-এর অধীনে আবর্জনা মুক্ত পৌরসভা গঠনের লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করতে অনুষ্ঠিত হলো ‘স্বচ্ছতা মশাল মিছিল।’ অশোকনগর-কল্যানগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলরদের নেতৃত্বে মিছিলে অংশ নেন এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ। প্লাস্টিক ব্যবহার রোধ করতে এবং আবর্জনা মুক্ত এলাকা গড়তে সচেতনতা মূলক প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মেলান অশোকনগরের সচেতন নাগরিকবৃন্দ। অশোকনগর-কল্যানগড় পৌরসভার চেয়ারম্যান জানান, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আবর্জনা মুক্ত বাংলা গড়তে, আর একই সুরে সুর মিলিয়ে আমরা চাইছি আবর্জনা মুক্ত অশোকনগর গড়তে। আমরা স্বচ্ছ অশোকনগর গড়তে চাই। যে শহরে কোন ময়লা থাকবে না, কোন জঙ্গল থাকবে না, কারও রোগব্যাধি হবে না। এই সংশ্লিষ্ট কাজের সঙ্গে যারা যুক্ত তাঁরা অশোকনগর বাসীকে সচেতন করছেন। আমার আশা অশোকনগরের সচেতন মানুষদের সাহায্যে আমরা আবর্জনা মুক্ত অশোকনগর গড়তে পারব। মিশন নির্মল বাংলার আওতায় সরকারি সমস্ত নির্দেশিকা মেনে আমরা অশোকনগর পৌরসভা কে নতুন রূপে সাজাব।’ ডেঙ্গু প্রসঙ্গে বলতে গিয়ে প্রবোধ সরকার জানান ‘আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই অশোকনগর পৌরসভাতে ২০২২ এবং ২০২৩ সালে ডেঙ্গুতে কোনো ব্যক্তির প্রাণ যায়নি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct