আপনজন ডেস্ক: আজ ফিলিস্তিনে ৪৭তম ভূমি দিবস। এই দিবস উপলক্ষ্যে ইসরায়েলের দখলদার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ফিলিস্তিন নাগরিকেরা। তারা ইসরায়েলের সকল কর্মকাণ্ডের বিরদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে। এ বিক্ষোভ মিছিলে তারা ফিলিস্তিনি ভূমিদখল করে নেওয়ার হুমকি দেওয়া কট্টর ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন। ১৯৭৬ সালের পর থেকে ৩০ মার্চ এই দিবসটি পালন করে আসছে ফিলিস্তিনিরা। ১৯৭৬ সালের এই দিনে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদ করায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। এই দিবসটি শুধু ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসরত জনগণই পালন করে না; বরং সারাবিশ্বে বসবাসরত সকল ফিলিস্তিনিরা বিশেষ গুরুত্বসহকারে এই দিনটি পালন করে আসছেন। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাস অঙ্গীকার করেছে, ইসরায়েলকে এক ইঞ্চি ভূমিও জবর-দখল করতে দেওয়া হবে না। দখলদার ইসরায়েলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের একমাত্র লক্ষ্য। এক বিবৃতিতে হামাস বলেছে, জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ প্রতিরোধই ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও মাতৃভূমি পুনরুদ্ধারের একমাত্র উপায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct