সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কালী কার্ত্তিক পূজোর পাশাপাশি সোনামুখীর একটি ঐতিহ্য বাহী উৎসব হল ” শ্রী শ্রী বাবা মনোহর দাসের মহোৎসব ” যার চলতি নাম মচ্ছব। মার্চ মাসের ত্রিশ তারিখ শুরু হয়েছে এই মহোৎসব শেষ হবে পহেলা এপ্রিল। এই তিনদিন মহোৎসব অনুষ্ঠিত হয়। বসন্তের দোল উৎসব যেতে না যেতেই সোনামুখীর আপামর জনসাধারণ মেতে উঠেছেন বাবা মনোহর দাসের মহোৎসবে। এই মহোৎসবকে কেন্দ্র করে হাজার হাজার সাধারণ ভক্তের পাশাপাশি , সাধু সন্ন্যাসী এবং বহু বাউল শিল্পীর আগমন ঘটে। বাবা মনোহর ধামের পাশাপাশি বহু আখড়া যেমন শ্যাম আখড়া , বড় আখড়া, দাস আখড়া , ছোটো আখড়া, সাঁই আখড়া গুলোতেও মানুষের ঢল নামে। তবে শুধুমাত্র সোনামুখী পৌরশহর নয় বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই মহোৎসবে অংশগ্রহণ করেন। তাই সোনামুখীর আর এক নাম গুপ্ত বৃন্দাবন। এই উৎসবকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এই তিন দিন ধরে বিভিন্ন আখড়া গুলিতে সাধু ও নরনারায়ণ সেবা হয়ে থাকে। কথিত আছে বাবা মনোহর দাসের মন্দিরে মানত করলে সেই মনস্কামনা বিফলে যায় না। তই দূরদূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান তাদের মনস্কামনা পূরণের জন্য। আর এই উৎসবকে কেন্দ্র করে বসে যায় ছোটখাট মেলা। সবমিলিয়ে এই মহোৎসবকে কেন্দ্র করে তিনদিন আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে সোনামুখীবাসী।বাবা মনোহর দাস জিও সেবা মন্ডল ট্রাস্টের সেক্রেটারি নবকুমার হ্যাশ জানান , ৩৮৫ বছরের পুরনো বাবা মনোহর দাসের এই মহোৎসব। শুধুমাত্র বাঁকুড়া জেলায় নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ভক্তরা এই মহোৎসবে অংশগ্রহণ করে থাকেন বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct