নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর, আপনজন: রামনবমীর উৎসব ঘিরে রাজনৈতিক দলাদলির শেষ নেই। হাওড়ার শিবপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি। তার মাঝেই রামনবমীতেও পরোক্ষে শামিল মেদিনীপুরের রোজদার যুবক কাজী আবু বক্কর। গত তিনদিন ধরে মেদিনীপুর শহরে আয়োজিত রামনবমীর বিভিন্ন ক্লাবের পতাকা সেলাই করেছে সে। রোজা রেখে দিনভর কাজের পরেও রাত জেগে পতাকা তৈরীর বরাত সামাল দিতে হয়েছে। রোজা নামাজের মাঝে টুপি পরে জয় শ্রীরাম উল্লেখিত পতাকা যত্ন সহকারেই সেলাই করে তুলে দিয়েছে সকলের হাতে। কাজী আবু বক্কর মেদিনীপুর শহরের ওলিগঞ্জ এলাকার যুবক। পেশায় একজন দর্জি। শহরের মির বাজার এলাকায় একটি মসজিদের পাশে তার দর্জির দোকান। তার হাতের কাজ ভালো হয়,তাই গত কয়েক বছর ধরে মীরবাজার সংলগ্ন এলাকার বহু রামনবমী উৎসব কমিটির লোকজন ও ক্লাবের সদস্যরা পতাকা তৈরির বরাত দেয় তাকেই। গত সাত বছর সেই কাজ যত্নের সঙ্গে করে সকলের বিশ্বস্ত হয়ে পড়েছে সে। এই রমজান মাসে রোজা রেখে টুপি পরে সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে। মসজিদের পাশেই থেকে চলে তার দোকান। সেই দোকানেই কত কয়েক দিন ধরে দিন রাত জেগে প্রচুর পরিমাণে পতাকা সেলাই করেছে সে। আবু বক্কর বলেন-” আমরা ভারতীয় এটাই পরিচয়। এটা একটা উৎসব , ধর্ম প্রত্যেকের আলাদা হতে পারে উৎসবটা সবারই। এই কাজ করে আমি আনন্দ পাই। সারাদিন রোজার মাঝে যতটা পারি করে দিই।বাকি রাত জেগেও কাজ করতে হয়েছে আমাকে।”
মীর বাজার এলাকায় বেশিরভাগটাই হিন্দু সম্প্রদায় ভুক্ত লোকজনের বসবাস। তার মাঝেও রয়েছে একটি মসজিদ। যেখানে ঈদের নামাজ বা কোন উৎসব হলে সমভাবে সামিল হন হিন্দু সম্প্রদায়ের লোকজনও। দাবি করলেন ওই মসজিদের তত্ত্বাবধানে থাকা মহলদার শেখ জামির। শেখ জামির বলেন-” পুরো এলাকাটা এখানে হিন্দু বসবাসি হলেও এই মসজিদের দেকভালে কিন্তু হিন্দুরাই এগিয়ে আসেন। পরবে মসজিদ সাজানো সহ বিভিন্ন দেখভালে কিন্তু হিন্দুরাই এগিয়ে আসেন। এখানে হিন্দু মুসলিম কোন ব্যাপার না। আমরা সকলেই মানুষ হিসেবে বসবাস করি।সম্প্রীতির পরিবেশ আমাদের এখানে। তাই আবু বকরের এই কাজ খুবই ভালো লাগে। “বিষয়টিকে উৎসাহ দিয়েছেন মেদিনীপুর রামনবমী সমারোহ সমিতির সদস্য তথা বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস। তিনি বলেন-” বিষয়টি অন্যায়ের নয়, ভালো। কারণ রাম বিশ্বের প্রজা পালক। সকলেই তার সন্তান। দুর্ভাগ্য যে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু লোক সেটিকে আরএসএস বা বিজেপির মধ্যে সীমাবদ্ধ রাখতে চেয়েছে।” তবে এই রামনবমীকে ঘিরেই মেদিনীপুর শহরে বৃহস্পতিবার তৃণমূল ও বিজেপি আলাদা আলাদা করে শোভাযাত্রা বের করেছিল মেদিনীপুরে। একটিতে সামিল হয়েছিলেন দিলীপ ঘোষ, অপরটিতে জুন মালিয়া সহ তৃণমূলের নেতারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct