আপনজন ডেস্ক: মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে রমজান মাসের দ্বিতীয় জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মক্কায় অনুষ্ঠিত জুমার নামাজে খতিব ছিলেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি এবং মদিনায় খতিব ছিলেন শায়খ ড. আলি আল-হুজাইফি। জুমার খুতবায় পবিত্র মসজিদুল হারামের খতিব শায়খ ড. ইয়াসির আল-দাওসারি বলেন, পবিত্র রমজান মাসের এক-তৃতীয়াংশ অতিবাহিত হতে চলেছে। তাই মাসের বাকি অংশের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে ভালো কাজে প্রতিযোগিতা করা সবার কর্তব্য। এ সময়ে তিলাওয়াত, নামাজ, জিকিরসহ বিভিন্ন ইবাদতে নিমগ্ন হয়ে মহান আল্লাহর নৈকট্য অর্জনে সচেষ্ট হতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct