এহসানুল হক, বসিরহাট, আপনজন: রাজ্য সরকারের সড়ক প্রকল্প ‘পথশ্রী’-র উদ্বোধন হয়ে গেল বসিরহাট মহকুমা জুড়ে । জানা যায় এই পথশ্রী প্রকল্পের অধীনে বসিরহাটৈ সামগ্রিকভাবে দুশোর বেশী প্রকল্পের শুভ উদ্বোধন হয়। এই প্রকল্পের অধীনে মোট ২৫০ কিলোমিটার রাস্তা নির্মিত হবে যার সর্বমোট ব্যয় বরাদ্দ করা হয়েছে কয়েক কোটি টাকা। পথশ্রী প্রকল্প নিয়ে এদিন সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পদাধিকারী ব্যক্তিবর্গ। বেলা একটা নাগাদ খোলাপোতা জেলা পার্টি অফিসে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, সাংগঠনিক জেলা চেয়ারম্যান এবং বিধায়ক হাজী নুরুল ইসলাম, সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তসী ব্যানার্জি, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, মিনাখাঁর বিধায়ক ঊষারানী মন্ডল , বিধায়ক দেবেশ মন্ডল ছাড়াও একাধিক নেতৃত্ব। এই বিষয়ে জেলা সভাপতি সরোজ ব্যানর্জি ও চেয়ারম্যান হাজী নুরুল ইসলাম জানান, কেন্দ্রীয় সরকারের শত আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের পাশাপাশি বসিরহাট সাংগঠনিক জেলার জন্য কয়েক কোটি টাকার রাস্তা উপহার দিয়েছেন। রাএদিন বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনার পরেও বাংলার মানুষের জন্য তিনি ভাবছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রায় ১২ হাজার কিলোমিটার রাস্তা উদ্বোধন হয়েছে বাংলার মানুষের জন্য। অথচ প্রতিটি কাজে বাংলাকে অবহেলিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্য সরকারকে কাজ করতে দিচ্ছে না। কেন্দ্র সরকারের কড়া ভাষায় নিন্দা জানান তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct