মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ২৮ শে মার্চ সিঙ্গুরের রতনপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করেন। তারপর জেলায় জেলায় বিধায়ক সাংসদ এবং জেলা প্রশাসনের তরফ থেকে করা হয় পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের রাস্তার শুভ উদ্বোধন। পূর্ব বর্ধমান জেলায় ৫৪৬টি রাস্তার শুভ উদ্বোধন করা হয়। এরপর বৃহস্পতিবার ৩০শে মার্চ বর্ধমান শহরের সংস্কৃতি এনাক্সে সাংবাদিক বৈঠক করা হয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য তৃণমূল কংগ্রেসের দুই মুখপাত্র প্রসেনজিৎ দাস এবং দেবপ্রসাদ বাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্প বিষয়ে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “আপনারা জানেন ইতিমধ্যেই সিঙ্গুরের রতনপুর থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাশ্রী এবং পথশ্রী প্রকল্পের রাস্তার শুভ উদ্বোধন করেছেন। এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের ১২০০০ কিলোমিটার রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা হবে”। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “আমাদের জেলায় ৫৪৮ টি রাস্তা এবং যার পরিধি হচ্ছে ৮৬৯ কিলোমিটার। এই ১২ হাজার কিলোমিটার রাস্তার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করছে। কেন্দ্র সরকার একটা টাকাও দেয়নি। রাস্তাশ্রী এবং পথশ্রী প্রকল্পে উপকৃত হবেন বহু মানুষ”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct