নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার শিবপুরে রাম নবমী উপলক্ষে অস্ত্র মিছিল ঘিরে রণক্ষেত্র হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির নজির হয়ে থাকলো হাওড়ার পিলখানা। বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে ওই সাম্প্রদায়িক সম্প্রীতির দেখা গেলো। এদিন দুপুরে হাওড়া স্টেশনের কাছ থেকে হাওড়া খটিক সমাজের উদ্যোগে রামভক্তদের বিশাল শোভাযাত্রা বের হয়। এরপর ওই শোভাযাত্রা ডবসন রোড হয়ে পিলখানার কাছে জি টি রোডে আসে। সেই সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রামভক্তদের জন্য পানীয় জল এবং ঠান্ডা পানীয় তাদের হাতে তুলে দেন। গরমে অনেকটা রাস্তা হাঁটার পর রামভক্তরা তৃষ্ণার্ত ছিলেন। তারাও মুসলিম ভাইদের হাত থেকে পানীয় জল এবং ঠান্ডা পানীয় খান। পিলখানার এক বাসিন্দা বলেন তারা প্রতি বছর তৃষ্ণার্ত রামভক্তদের জল পান করান। যদিও তারা নিজেরা রমজান মাসে সকাল থেকে জল পান করেননি। রমজান মাসে এটাই বলা আছে তৃষ্ণার্তদের জল দাও ও ক্ষুদার্থদের খাবার দাও। তাই তারা এই কাজ করছেন। এতে খুব ভালো লাগছে। রামনবমীর মিছিলের অন্যতম উদ্যোক্তা অমরনাথ সোনকার বলেন যেভাবে মুসলিম ভাইরা তাদের জল খাওয়াচ্ছেন তাতে তাদের খুব ভালো লাগছে। আমাদের মধ্যে ধর্মীয় কোন ভেদাভেদ নেই।পিলখানার এই ছবি সারা দেশের কাছেই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির হয়ে থাকবে বলে মনে করছেন তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct