জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: কেন্দ্রীয় সরকারের আজাদীকা অমৃত মহৎসব উদযাপন উপলক্ষে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এবং এর স্বায়ত্তশাসিত সংস্থা নেহেরু যুব কেন্দ্র সংগঠন ১লা এপ্রিল থেকে সারাদেশের সমস্ত জেলায় গ্রামভিত্তিক সংগঠনগুলির মাধ্যমে যুব সম্বাদ ইন্ডিয়া @২০৪৭ কর্মসূচি আয়োজন করছে। এ বিষয়ে বারুইপুর নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর ডঃ রজত শুভ্র নস্কর বলেন, জেলার বিভিন্ন গ্রাম ভিত্তিক সংগঠনগুলির সমর্থনে ও সহযোগিতায় জেলা পর্যায়ে অনুষ্ঠানটি সংঘটিত করার পরিকল্পনা করা হয়েছে, যারা পঞ্চ প্রাণের সাথে সামঞ্জস্য রেখে দেশের ভবিষ্যৎ সম্পর্কে একটি ইতিবাচক বক্তৃতা পরিবেশন করবে। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিরা এই আলোচনা সভার নেতৃত্ব দেবেন ৫০০ জন যুবক যুবতী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবে। আয়োজক সংগঠনগুলিকে উক্ত কর্মসূচির জন্য কুড়ি হাজার টাকা করে প্রদান করা হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বারুইপুর ও ডায়মন্ডহারবার সহ সমস্ত নেহরু যুব কেন্দ্র থেকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct