আপনজন ডেস্ক: প্রশিক্ষণের সময় মার্কিন সেনাবাহিনীর দু’টি ব্ল্যাকহক হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় হতাহতের ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। সংবাদমাদ্যমটি আরো জানায়, প্রশিক্ষণ চলাকালীন সময়ে হঠাৎ হেলিকপ্টার দুটির বিস্ফোরণের ব্যাপক শব্দ হয়। যে প্রশিক্ষণ ঘাঁটিতে হেলিকপ্টার দু’টির সংঘর্ষ হয়েছে সেটি নাশভিলের ৬০ মাইল উত্তর পূর্ব দিকের কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে অবস্থিত। ওই ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করছিলেন। একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেছেন, ‘হেলিকপ্টার দু’টি ভূপৃষ্ঠের খুবই নিচে নেমে আসে, হঠাৎ করে— যখন বাড়ির কাছাকাছি চলে আসে, প্রচণ্ড শব্দ এবং বিকট বিস্ফোরণ হয় এবং সবকিছু বন্ধ হয়ে যায়। আমরা ট্রাক থেকে নেমে দ্রুত ঘটনাস্থলে যাই, সেখানে গিয়ে দেখতে পাই, দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ে আছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct