সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ভদরা মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকা জুড়ে। জানা গেছে কারখানার একটি ইনডাক্সেন ফার্নেস ব্লাস্ট হয়ে পড়লে গুরুতর যখম হন ১২ জন শ্রমিক, তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন জায়গায়। প্রথমে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি দমকল ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে, পরে বড়জোড়া থেকে দমকলের আরেকটি ইঞ্জিন আসে। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনার জেরে আহতদের চিকিৎসার জন্য তড়িঘড়ি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত গঙ্গাজলঘাটি থানার পুলিশ।দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় দু’ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার ম্যানেজমেন্টের কোন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct