মনিরুজ্জামান, কলকাতা, আপনজন: কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে কলকাতার রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির সামনে ২৯ ও ৩০ মার্চ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে অবস্থান কর্মসূচি ছিল তার শেষদিন ছিল বৃহস্পতিবার। অর্থনৈতিক বঞ্চনা, বিরোধী দলের প্রতি বিমাতৃসুলভ আচরণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল পণ্যের আকাশ ছোঁয়া দাম ইত্যাদির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বুধবারের মতো বৃহস্পতিবারও কলকাতার রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে গর্জে উঠলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করে দেশের বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন। এই কর্মসূচিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ দলের মন্ত্রী,সাংসদ, বিধায়ক সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো । উল্লেখ্য, বর্তমানে চলছে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস। রোজার সময়। এদিন রোজাদারদের জন্য দলের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মন্ত্রী ইন্দ্রনীল সেনগুপ্ত,মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক রহিমা মন্ডল, বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, বিধায়ক ইদ্রিস আলি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ সহ আরও অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct