নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: কালিয়াচকের গুরুত্বপূর্ণ রাস্তা প্লাবিত ড্রেনের জলে। জল উপচে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ফলে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন থেকে পথচলতি মানুষদের। এই নিয়ে ক্ষোভ দেখা দিচ্ছে। বিশেষ করে এই রমজান মাসে আরও সমস্যায় পড়েছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। অনেকে বাধ্য হয়েই নোংরা জলের মধ্যে দিয়ে চলাফেরা করছেন। নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় এই সমস্যা। দীর্ঘদিন ধরে নর্দমা পরিষ্কারের কাজ করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফলে নর্দমার জল উপচে রাস্তা প্লাবিত। রাস্তায় নোঙরা জল জমে থাকার ফলে দুর্ঘটনাও ঘটছে। কালিকাপুর থেকে কালিয়াচক হাইস্কুল পর্যন্ত সংলগ্ন রাস্তায় জমে রয়েছে নর্দমার জল। এক সপ্তাহের বেশি সময় ধরেকালিকাপুর থেকে কালিয়াচক হাইস্কুল অবধি এই জল জমে চরম ভোগান্তি তৈরি হয়েছে। এই রাস্তার পাশে আছে একাধিক স্কুল, মিশন, একাধিক অফিস, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠান।’ স্থানীয় বাসিন্দা রাব্বুল খান জানান, ড্রেনের জল উপচে সড়কের ওপর। সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া জরুরি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct